ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ফের আব্দুস সাত্তার জয়ী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/01/brahmanbaria-abdus-sattar-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ( ১ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্রপ্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভুইয়া কলারছড়ি প্রতীক নিয়ে ফের নির্বাচিত হয়েছেন।
উকিল আব্দুস সাত্তার ভুইয়া পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন নয় হাজার ৫৮০ ভোট।
এ ছাড়াও বিএনপির অপর বহিষ্কৃত নেতা সাবেক আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ স্বতন্ত্র প্রার্থী (মোটারগাড়ি) পেয়েছেন তিন হাজার ২৩৮ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন এক হাজার ৪২৭ ভোট।
এদিকে নির্বাচিত হওয়ার পর দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উকিল আব্দুস সাত্তার ভুইয়া। তিনি বলেন, ‘দুঃসময়ে যারা পাশে থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাব।’
উকিল আব্দুস সাত্তার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে বলেন, ‘আমি যেহেতু দীর্ঘদিন একটা সংগঠন করেছি। সে সংগঠনের নেতাকর্মীদের প্রতি এখনও আমার সহানুভূতি রয়েছে এবং তাদের আমি ভালোবাসি। বিশেষ কারণে দলত্যাগ করে আমাকে নির্বাচন করতে হয়েছে। কারণ জনপ্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণ করার যে সুযোগ থাকে, সংসদের বাইরে থেকে তা সম্ভব হয় না।’