রসিক নির্বাচনে থাকবে ১৮০৭ সিসি ক্যামেরা
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ মঙ্গলবার। এক হাজার ৮০৭টি সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রসিক নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সোমবার বলেন, ‘৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। তার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসিটিভির মাধ্যমে এই কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করব। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। রংপুরে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এখানেও নির্বাচন সুষ্ঠু হবে।’
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান সোমবার জানান, পুলিশ, আনসার ও ভিডিপির সমন্বয়ে সাধারণ কেন্দ্রে ১৫ জনের এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে ৪৯ জন। এদের মধ্যে নির্বাহী হাকিম ৩৩ জন ও বিচারিক হাকিম রয়েছেন ১৬ জন। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন।
ইসি জানিয়েছে, র্যাব, বিজিবি একাধিক টিম নির্বাচন এলাকায় রয়েছে ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।