নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী, স্বতন্ত্রপ্রার্থীকে সমর্থন
কুষ্টিয়া-২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোঙর প্রতীকের বিএনএম প্রার্থী আরিফুর রহমান। মিরপুর উপজেলায় তার নির্বাচনি কার্যালয়ে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সোয়া ৮টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। এ সময় স্বতন্ত্রপ্রার্থী ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে সমর্থন দেওয়ার কথা জানান নির্বাচন থেকে সরে যাওয়া এই প্রার্থী।
জাতীয় সংসদ ৭৬ আসন কুষ্টিয়া-২। ভেড়ামার ও মিরপুর উপজেলা নিয়ে এই আসন গঠিত। এই আসনে নৌকা প্রতীকে লড়ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া আরও পাঁচ প্রার্থী নির্বাচনে লড়ছেন।
সংবাদ সম্মেলনে আরিফুর রহমান বলেন, আমি নোঙর প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। এই আসনের স্বতন্ত্রপ্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ও আমি দুজনই মিরপুর উপজেলার বাসিন্দা। মিরপুরের মানুষ নিজেদের এলাকা থেকে এমপি পেতে চায়। তাই আমি কামারুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এই প্রার্থী বলেন, বিএনএম থেকে আমাকে তেমন সহযোগিতা করছে না।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্রপ্রার্থী কামারুল আরেফিনের স্ত্রী দিশা আরেফিনসহ ট্রাক প্রতীকের সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগেও গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে এই আসনের স্বতন্ত্রপ্রার্থী ডা. মুন্তানজীদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেলেও এখনও কোনো প্রার্থীকে সমর্থন দেননি তিনি।