ভোট দিলেন ব্যারিস্টার সুমন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/07/sumn.jpg)
আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রোববার সকালে চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ছবি : এনটিভি
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নিজের ভোট প্রদান করেছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোটদান শেষে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, ‘আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জের চারটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে আমিই বোধ হয় বেশি সাড়া পেয়েছি। একে অভূতপূর্ব বলা যায়।’