৭০ শতাংশ নির্বাচনসামগ্রী কেনা শেষ : ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে বলে জানান ইতোমধ্যে ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ মন্তব্য করেন।
আখতার আহমেদ জানান, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসেছে। ইতোমধ্যে ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে।
সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানান ইসি সচিব। সে সময় স্টেকহোল্ডারদের সাথে সংলাপের ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। আখতার আহমেদ বলেন, স্টেকহোল্ডারদের সাথে সংলাপের ব্যাপারটাও কমিশন সভায় নিয়ে আসতে হবে। কারণ প্রধান নির্বাচন কমিশনের মহোদয় তো ছিলেন না দেশে। আমি সেজন্য আগেও বলেছি।
সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা? এ ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন, তা আরো অনেক পরের বিষয়। কোন একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা এই প্রশ্নটা করা আমার মনে হয় যে প্রি-ম্যাচিউর। এই কারণে আমি বলেছি যে, সংলাপের বিষয়টা, আপনার কমিশনের অনুযায়ী সিদ্ধান্ত হবে। এখন আমি তো কমিশনের, মেম্বার না। কাজেই আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, আমি সবিনয় বলবো যে এটা আমার জন্য খুবই বিব্রতকর।
দুটি বিধি-বিধান সংশোধনের বিষয়ে আখতার আহমেদ বলেন, আজকে দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছেন। এটার বিস্তারিত ব্যাখ্যা আমি বলব না। কারণ, এটা ওনাদের প্রাধিকার। আমাদের প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তথ্য সচিব যিনি আছেন, উনারা ব্রিফ করবেন। কাজেই এটা ওনার কাছ থেকেই আসুক তারপরে আমরা না হয় স্পেসিফিক কোন প্রশ্ন থাকলে আমি সেটার উত্তরটা দিব।
সচিব বলেন, আপনারা জানেন যে, আমরা এবার তিনবার ভোটার তালিকা হালনাগাদ করব। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব। এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল, সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে। কারো কোন আপত্তি থাকলে সেই সংশোধনের জন্যে।
নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, ২২টি নিবন্ধন আগ্রহী দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।
আখতার আহমেদ বলেন, সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রোববার-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।
সীমানা নির্ধারণ হয়েছে ৩০০ আসনের। এরই মধ্যে সংক্ষুব্ধ অনেকে আদালতে রিট করেছে। এমন পরিস্থিতিতে আদালতের দিকে তাকিয়ে আছে ইসি।
সীমানা নির্ধারণের বিষয়ে আইনে বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের বিষয়ে কোনো আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।
বাগেরহাট, ফরিদপুরে বিক্ষোভ হয়েছে। আদালতে অন্তত ১৮টি রিট হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয় এখন কথা বলা সমীচিন হবে না।
সীমানা নির্ধারণের বিষয়ে আইনে যেমন সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, তেমনি আদালতে যাওয়ার নাগরিক অধিকারও সবার। সেক্ষেত্রে সার্বিক বিষয়ে আদালতের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।
প্রবাসীদের ভোটের আনবে নির্বাচন কমিশন। অন্তত ৫০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে বলে ইসির প্রত্যাশা। কীভাবে ব্যালটপেপার খাম ও নির্দেশনা যাবে নিবন্ধিত প্রবাসীর কাছে, এ ব্যাপারে বলতে গিয়ে ইসি সচিব বলেন, আমরা নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না; শুধু থাকবে সিম্বল। সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দেবেন।
সচিব জানান, একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে প্রবাসীদের ঠিকানায় পোস্ট করা হবে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে। একটা ব্যালট পেপার, আরেকটা খামের ভিতরে ভরে থাকবে। ভোট দেওয়ার পর আরেকটা খাম ফেরত পাঠাবে। এরমধ্যে নির্দেশনাও থাকবে।
প্রবাসীদের ভোটের বিষয়টি কবে শুরু হবে জানতে চাইলে ইসি সচিব জানান, এটা কবে নাগাদ শুরু করতে পারব এটা সিডিউল ঘোষণার সাথে সম্পর্কিত। এটা সিনক্রোনাইজ করে পরে জানিয়ে দেওয়া হবে।
ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ইসির বৈঠক রোববার অনুষ্ঠিত হবে। সচিব বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম মধ্য সেপ্টেম্বরে দেশে আসার কথা ছিল। সে ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলের তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা।
ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দুপুরে এ টিম আসবে। তাদের সঙ্গে ইসি কর্মকর্তাদেরও একটা টিম থাকবে।