১১ মিনিটে মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি
অ্যামাজনের মালিক জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের বানানো রকেটে মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি-সহ ছয় নারী। ব্লু অরিজিনের বানানো নিউ শেফার্ড’ রকেটে চেপে টেক্সাসের ভ্যান হর্নের মহাকাশ বন্দর থেকে সোমবার রওনা হয়েছিলেন কেটিরা। ছয় নারীর মহাকাশ সফর মানুষের মহাকাশযাত্রার ৬০ বছরের ইতিহাসে এই প্রথম। গোটা অভিযানটি শেষ হতে সময় লেগেছে মাত্র ১১ মিনিট ৷ ছবি : এএফপি, ব্লু অরিজিনের অফিসিয়াল এক্স থেকে নেওয়া

১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭