শোভন-সোহিনীর বিয়ের ছবি প্রকাশ্যে
বিয়ে করলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি সোহিনী সরকার -শোভন গঙ্গোপাধ্যায়। সোমবার (১৫ জুলাই) রাতে দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতেই আইনি মতে বিয়ে সারেন তারা। এদিন আইনি মতে বিয়ে সেরে সোহিনীকে সিঁদুরে রাঙিয়ে দেন শোভন। এদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী সোহিনী বিয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’ বিশেষ দিনে সোহিনীর পরনে ছিল বেনারসি। সঙ্গে মানানসই সাবেক সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্যদিকে শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি। ছবি : সোহিনী সরকারের ফেসবুক পেজ থেকে নেওয়া

১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭