লুবনা মোস্তফা পেশায় পুলিশ। কর্মক্ষেত্রে নারী হয়েও পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলছেন তিনি। পুলিশের গোয়েন্দা বিভাগের এই সহকারী কমিশনার প্রমাণ করেছেন সব ক্ষেত্রেই নারীর বিচরণ সম্ভব। এত চ্যালেঞ্জিং একটি পেশায় কাজ করেও নিজের যত্ন নিতে ভোলেন না সফল এই নারী। ছবি : সালেক বিন তাহের