টং ওয়েভ স্টাইল করবেন যেভাবে
প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। এবার পুরো চুলে হাত দিয়ে মুজ লাগান। এরপর অল্প অল্প করে চুল নিয়ে কয়েকটি ভাগ করে টং মেশিনে পেঁচিয়ে ২০ থেকে ২৫ সেকেন্ড ধরে রাখুন। এবার যেভাবে টং মেশিন দিয়ে চুল পেঁচিয়েছেন, ঠিক তার উল্টোভাবে ধীরে ধীরে মেশিনটি খুলে ফেলুন। ব্যস, মেশিন খুলে ফেললেই টং ওয়েভ স্টাইল সহজেই হয়ে যাবে। আর সামনের দিকের চুলগুলো ব্লো ড্রাই করে একপাশে রাখতে পারেন। মডেল : টুম্পা জামান, হেয়ারস্টাইল : সাহিল খান, ছবি : সৈয়দ অয়ন

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০