ধনীদের যত শখ
শখের তোলা নাকি ৮০ টাকা! এটা তো কথার কথা, শখের জন্য মানুষ যে কী করতে পারে, তার ভুরি ভুরি উদাহরণ আমাদের আশপাশেই রয়েছে। গুগলের চেয়ারম্যান এরিক স্মিডের কথাই ধরুন। সাত কোটি ২০ লাখ ডলার দিয়ে ওয়েসিস নামের একটি ইয়ট কিনেছেন তিনি। এই ইয়টের রক্ষণাবেক্ষণে তাঁর প্রতি সপ্তাহে খরচ হয় চার লাখ ডলার। ইয়টের ভেতরে রয়েছে সুইমিং পুল, জেট স্কি এবং একটি জিম, যেটা কিনা আবার ডিস্কো বারে পাল্টে ফেলা যায়। ছবি : সংগৃহীত

১ / ৯

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯