বিবিসি ছাড়াও রিয়ালের জয়
লা লিগায় বার্সেলোনার কাছে হেরে স্বভাবতই হতাশ ছিল রিয়াল মাদ্রিদ। এ হারে রিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বার্সেলোনা। তবে শোক পালনের খুব বেশি সময় পায়নি লস ব্লাঙ্কোসরা। কারণ, দুদিন পরেই লা লিগার ম্যাচে নেমে পড়তে হয় মাদ্রিদকে। প্রতিপক্ষ খুব একটা ভয়ংকর নয়, দেপোর্তিভো লা করুনা। এই ম্যাচে রিয়ালের জয়টাই খুব বেশি প্রত্যাশিত ছিল। সে কারণেই কোচ জিনেদিন জিদান বসিয়ে রাখেন তাঁর সেরা অস্ত্র রোনালদো, বেল ও বেনজমাকে। তবে সুযোগটা ভালোভাবে কাজে লাগালেন মোরাতা, রদ্রিগেজরা। লা করুনাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি : রয়টার্স

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬