এসএসসি পাসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরির সুযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/08/ancer.jpg)
পদের নাম
আনসার।
পদসংখ্যা
মোট ৩৫০ জন।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ২২ বছর। উচ্চতা সাধারণ প্রার্থীদের ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন সাধারণ প্রার্থীদের ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের ৪৭.১৭৩ কেজি। সর্বনিম্ন বুকের মাপ সাধারণ প্রার্থীদের ৩২-৩৪ ইঞ্চি এবং উপজাতি প্রার্থীদের ৩০-৩২ ইঞ্চি।
বেতন
দৈনিক হারে বেতন দেওয়া হবে। সমতল এলাকায় ৫১৬.৬৬/-টাকা এবং পাহাড়ী এলাকায় ৫৩৩.৩৩/- টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েবসাইটের (www.ansarvdp.gov.bd) মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ আগস্ট, ২০২১ এবং শেষ হবে ৩১ আগস্ট, ২০২১।
সূত্র : ইত্তেফাক, ৬ আগস্ট, ২০২১।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/08/227188476_1052934748576037_3922214190059539043_n.jpg 687w)