ঢাকায় নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/03/01/ibn-sina-job.jpg)
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটিতে নার্সিং সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
নার্সিং সুপারভাইজার
যোগ্যতা
প্রার্থীকে বিএসসি সম্পন্ন নার্সিং বিষয়ে/ পাবলিক হেলথ বিএসসি কর্তৃক স্বীকৃত হতে হবে। প্রার্থীর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
বেতন
কোম্পানির পলিসি অনুযায়ী
কোম্পানির সুযোগ-সুবিধাদি
কোম্পানির পলিসি অনুযায়ী
আবেদনের পদ্ধতি
আগ্রহী হলে আপনার আবেদনপত্র ও হালনাগাদকৃত সিভিসহ সব প্রাতিষ্ঠানিক সনদ, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্রের (যদি থাকে) ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তিন কপি ছবি উল্লেখিত ঠিকানায় প্রেরণ করুন। সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট, হাউস # ৪৮, রোড # ৯/এ, ধানমণ্ডি আর/এ, ঢাকা-১২০৯। আবেদনকৃত পদের নাম খামের ওপর ও কাভার লেটারে উল্লেখ করুন। শুধু শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং কৃর্তপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ৮ মার্চ, ২০২০ পর্যন্ত।
সূত্র : বিডিজবস