নিয়োগ দেবে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। প্রতিষ্ঠানটিতে সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৭ বছর।
ঋণ কর্মসূচিতে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা এবং ৫০টি শাখার দায়িত্ব পালনের অভিজ্ঞতা অথবা ১০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সফটওয়্যারের মাধ্যমে রিপোর্ট তৈরি ও যাচাই, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মনিটরিং ও সুপারভিশন কাজে পারদর্শী হতে হবে। পরিদর্শন কাজে মাসে কমপক্ষে ১২ দিন ঢাকার বাইরে যেতে হবে। এমআরএর সনদপ্রাপ্ত সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন
৬১২০০/- (মাসিক)
শিক্ষানবিশকালে ৬১,২০০/- (ভাতাসহ) এবং স্থায়ীকরণের পর ৬৮,০০০/- (ভাতাসহ) উল্লেখ্য যে, অধিকতর যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
কোম্পানির সুযোগ-সুবিধাদি
বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, দুই কপি সদ্য তোলা রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ১০/১০/২০২০ তারিখের মধ্যে উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এই ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ারে / সরাসরি প্রেরণ করতে হবে।
শুধু বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
পদটিতে ১০ অক্টোবর, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস