নিয়োগ দেবে মানবিক সাহায্য সংস্থা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদের সংখ্যা
৬টি
শিক্ষাগত যোগ্যতা
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/ অ্যাকাউন্টিং/ অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর/সমমান পাস হতে হবে। শিক্ষাজীবনের যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা তার সমমান জিপিএ/সিজিপিএ প্রাপ্তরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সদ্য স্নাতকোত্তর পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কোনো পূর্ব-কর্ম অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীদের অবশ্যই সংস্থার প্রধান কার্যালয়সহ দেশের অভ্যন্তরে কর্ম এলাকায় অবস্থান করে যেকোনো শাখায় কাজ করতে হবে। প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার এবং বাংলা ও ইংরেজি টাইপিং জানা বাধ্যতামূলক। বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন তৈরিতে সক্ষমতা থাকতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন
ছয় মাস শিক্ষানবিশ/প্রশিক্ষণকালের প্রথম তিন মাস ১৮ হাজার টাকা, দ্বিতীয় তিন মাস ২০ হাজার ৫০০ টাকা হারে প্রশিক্ষণভাতা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর ২৫ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে।
কোম্পানির সুযোগ সুবিধা
চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা, ফোন ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা hr@mssbd.org অথবা মাই বিডিজবসের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন।
আবেদনের শেষ তারিখ
৫ সেপ্টেম্বর ২০২০
সূত্র : বিডিজবস