বিভিন্ন জেলায় নিয়োগ দেবে ‘পদক্ষেপ’ মানবিক উন্নয়ন কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) পদে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন)
যোগ্যতা
সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ম্যাটস কোর্স বা তিন বছর মেয়াদি পল্লী প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানা আবশ্যক। শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে, গ্রামীণ পরিবেশে অবস্থান করে অতিদূর্গম/হাওর/চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ
বেতন-ভাতা
সর্বসাকূল্যে মাসিক মোট বেতন ১৮,০০০/- টাকা এবং মোবাইল ভাতা ৫,০০/- টাকা।
আবেদনের প্রক্রিয়া
ক) আগ্রহী প্রার্থীদের অ-৪ সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুই জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত সহ আগামী ১০/১০/২০২০ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে "নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং ৫৪৮, রোড নং ১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে।
খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
গ) শুধু বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে।
ঘ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে।
ঙ) যেকোনো আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
চ) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
ছ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
এ ছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্যে থেকে আরো দুজন ব্যক্তিকে (সরকারি/আধা সরকারি/বেসরকারি চাকরিজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে।
জ) কোনো প্রার্থী কোনো ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গোপন করলে নিয়োগ পাওয়ার পরও যেকোনো সময় তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
ঝ) বর্ণিত ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য পদক্ষেপ এর সাবেক কর্মীরা ইচ্ছে করলে কর্মী পরিচিতি নং উল্লেখ পূর্বক আবেদন করতে পারবে। তবে তাদের পারফরমেন্স রেকর্ড ভালো হতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর ২০২০পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস