বিভিন্ন জেলায় নিয়োগ দেবে শিশু নিলয় ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)। প্রতিষ্ঠানটিতে ‘এনভায়রনমেন্ট অফিসার ’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আগ্রহী প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
এনভায়রনমেন্ট অফিসার
যোগ্যতা
প্রার্থীকে পরিবেশ বিজ্ঞান/ভূগোল বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে।বয়স সর্বোচ্চ ৩৫ বছর। কোনো প্রতিষ্ঠিত এনজিওতে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার অফিস আ্যপ্লিকেশন কোর্স সম্পূর্ণ এবং ই-মেইল আদান প্রদানে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
কর্মস্থল
ঝিনাইদহ, যশোর
বেতন
সর্বসাকুল্যে ৩০,০০০/- টাকা (লাঞ্চ ভাতাসহ), এছাড়া প্রকল্পের নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট, উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং যোগাযোগের (ফোন বা মোবাইল) নম্বরসহ উল্লিখিত ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর আগামী ০১/০৯/২০২০ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদন পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর অবশ্যই স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনের মাধ্যমে ডাকা হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী সত্যতা যাচাই প্রতিষ্ঠানের নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। নির্বাচনী পরীক্ষায় প্রার্থীকে নিজস্ব ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে প্রকল্পের মেয়াদ কালীনের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে।
ঠিকানা : ২২/এ মুজিব সড়ক, যশোর-৭৪০০, বাংলাদেশ।
আবেদনের শেষ তারিখ
১ সেপ্টেম্বর, ২০২০।
সূত্র : বিডিজবস