সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/06/22/qgzjhkze.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা; বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা; আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ, যশোর, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। প্রতিষ্ঠানগুলোতে ‘সহকারী অধ্যাপক’ পদে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী অধ্যাপক (এনাটমি/ফিজিওলজি/বায়োকেমিস্ট্রি/ফরেনসিক মেডিসিন/কমিউনিটি মেডিসিন/মাইক্রোবায়োলজি/প্যাথলজি/ফার্মাকোলোজি/সার্জারি/পেডিয়েট্রিক সার্জারি/সাইকিয়াট্রি কার্ডিওলজি/অ্যানেসথেসিওলজি/রেডিওলজি/ট্রান্সফিউশন মেডিসিন/জেনারেল সার্জারি/অফথালমোলোজি/ইএনটি/অর্থোপেডিক্স/ইন্টারনাল মেডিসিন)।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস/এমডি/এমফিল/এসসিপিএস বা সমমানের ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শর্তাবলী প্রযোজ্য।
কর্মস্থল
ঢাকা, যশোর, খুলনা।
বেতন
প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা সিভি ই-মেইল করতে পারবেন (addininfo7@gmail.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২৫ জুন, ২০২০।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2020/06/22/emupgcoy.jpg 687w)
সূত্র : আদ্-দ্বীন ফাউন্ডেশন