চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রয়কর্মী নিয়োগ দেবে হাতিল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাতিল। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ উপলক্ষে ‘জুনিয়র সেলস অ্যাসোসিয়েট’ পদে ১০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। যোগাযোগে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর বাসিন্দারাই কেবল ওই পদে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে ছবিসহ অনলাইনে আবেদন করতে পারবেন ১১ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম