অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় চাকরি ব্র্যাকে, বেতন ৩৮ হাজার টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অষ্টম ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি উন্নততর বিশ্ব গড়ার লক্ষ্যে তরুণদের এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীরা স্নাতকোত্তর পাস হলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ এবং জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অর্থাৎ শিক্ষাজীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রথম বিভাগ বা সমমানের ফলাফলপ্রাপ্ত হতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।
কর্মক্ষেত্র
নিয়োগপ্রাপ্তদের ন্যূনতম দুই বছর বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৮ হাজার ৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকেও অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ‘resume@brac.net’ ঠিকানায় ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ পাওয়া যাবে ৪ মার্চ, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-