ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। ‘এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ—সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি ‘career@us-banglaairlines.com’ ই-মেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠানোর মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে ‘মানবসম্পদ বিভাগ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায় পাঠাতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে।
সূত্র : বিডিজবস ডটকম