আকর্ষণীয় পদে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক
আকর্ষণীয় পদে ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কমিউনিকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
সাংবাদিকতা, গণযোগাযোগ, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে এমবিএ, স্নাতকোত্তর বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলে প্রকাশিত সংবাদ বা লেখা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগামী ৫ মার্চ, ২০১৭ পর্যন্ত ব্র্যাকের ওয়েবসাইট (bit.ly/2meNYDc) থেকে অনলাইনে আবেদন করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম