বিভিন্ন পদে নতুনদের নিয়োগ দিচ্ছে ব্র্যাক, বেতন ১৩ হাজার টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে মাঠপর্যায়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘মাঠ সংগঠক’, ‘টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট (ল্যাব)’ এবং ‘রেডিও টেকনোলজিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
মাঠ সংগঠক
যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে।
টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট (ল্যাব)
পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি পাস হতে হবে।
রেডিও টেকনোলজিস্ট
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-রেডিওলজি এবং ইমেজিং পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
বয়স
আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া উৎসব ভাতার পাশাপাশি স্বাস্থ্য ও জীবনবীমার সুবিধাও দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘ব্র্যাক- মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম এবং AD# ০৩/১৭ উল্লেখ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১০ মার্চ, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলোয় ২৪ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে