সেলসে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে অভিজ্ঞ ও অনভিজ্ঞ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রথম লেভেলের জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা তৃতীয় বিভাগে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। দ্বিতীয় লেভেলে শিক্ষাজীবনের সব পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের পাশাপাশি কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতা হতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বিজ্ঞাপনে উল্লেখ করা ঠিকানায় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের জন্য দুই কপি পাসপোর্ট আকৃতির রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত, সব পরীক্ষা পাসের মূল সনদ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে।
বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :