বিভিন্ন আকর্ষণীয় পদে তরুণদের নিয়োগ দেবে লা মেরিডিয়ান

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ তারকা বহুজাতিক হোটেল লা মেরিডিয়ান। ‘টেলি মার্কেটিং এক্সিকিউটিভ (টিএমই)’, ‘সেলস ম্যানেজার, ক্যাটারিং’ এবং ‘অ্যাসিস্টেন্ট ফ্রন্ট অফিস/ গেস্ট সার্ভিস ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
টেলি মার্কেটিং এক্সিকিউটিভ (টিএমই)
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনদের জন্যও আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।
সেলস ম্যানেজার, ক্যাটারিং
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কর্মস্থলে ব্যবহৃত ভাষায় পারদর্শী হতে হবে।
অ্যাসিস্টেন্ট ফ্রন্ট অফিস/ গেস্ট সার্ভিস ম্যানেজার
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। সেলস ম্যানেজার পদে প্রার্থীরা ‘hr.dhaka@lemeridien.com’ ঠিকানায় জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমে আবেদন করতে পারবেন। টেলি মার্কেটিং এক্সিকিউটিভ পদে আবেদন করা যাবে ২০ মার্চ, ২০১৭ পর্যন্ত। এ ছাড়া অন্য দুইটি পদে আবেদন করার সুযোগ থাকছে ৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম