একাধিক আকর্ষণীয় পদে চাকরি করুন ব্র্যাক এন্টারপ্রাইজে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। ‘প্রোডাক্ট ম্যানেজার—রাইস সিড, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’ এবং ‘এরিয়া সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
প্রোডাক্ট ম্যানেজার—রাইস সিড, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ
যেকোনো বিষয়ে স্নাতক, বিবিএ, এমবিএ বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এরিয়া সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ
যেকোনো বিষয়ে স্নাতক, বিবিএ, এমবিএ বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেলসে পণ্য সম্পর্কে ধারণা লাভের জন্য বিভিন্ন ট্রেনিং মডিউল ডেভেলপ করতে সক্ষম হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি ডাকযোগে আবেদন করার সুযোগ থাকছে। সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা উল্লেখপূর্বক কভার লেটার ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। এ ছাড়া প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৪ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :