অভিজ্ঞতা ছাড়াই মার্কেটিং ক্যারিয়ার গড়ুন ব্র্যাক এন্টারপ্রাইজে

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। ‘এক্সিকিউটিভ, মার্কেটিং’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকম এবং ব্র্যাকের ওয়েবসাইটের (careers.brac.net) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি ‘hr.enterprises@brac.net’ ঠিকানায় জীবনবৃত্তান্ত ই-মেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও কভার লেটার ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম ফ্লোর), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদন করার সুযোগ থাকছে ৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম