নতুনদের সুযোগ দিয়ে আকিজ গ্রুপে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘টেরিটোরি সেলস ম্যানেজার (টিএসএম)’ এবং ‘সেলস অফিসার (এসও)’ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।
টেরিটোরি সেলস ম্যানেজার (টিএসএম)
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের শুন্য দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
সেলস অফিসার (এসও)
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীদের শূন্য থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও ঠিকানায় প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। প্রার্থীদের দুই কপি রঙিন পাসপোর্ট আকৃতির ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলো পত্রিকায় ১২ এপ্রিল-২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-