বিভিন্ন পদে চাকরি দিচ্ছে এসিআই, নতুনদেরও সুযোগ

নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই। ‘প্ল্যানিং এক্সিকিউটিভ’, ‘কাস্টোমার সার্ভিস অফিসার’ এবং ‘ট্রেইনি মার্কেটিং অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
প্ল্যানিং এক্সিকিউটিভ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বা ফিন্যান্স বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এবং এক্সেল চালনায় পারদর্শিতা থাকতে হবে। অ্যাগ্রিবিজনেসে ক্যারিয়ার গড়ায় আগ্রহী এবং দেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
কাস্টমার সার্ভিস অফিসার
ফিশারিজ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা এমএসসি অথবা এনিমেল হাজবেন্ডারি বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুনদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মোটরসাইকেল চালনায় সক্ষম হতে হবে।
ট্রেইনি মার্কেটিং অফিসার
কৃষি বিষয়ে বিএসসি, এগ্রিবিজনেস বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সার উৎপাদনকারী প্রতিষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতাসহ যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি অ্যাগ্রিবিজনেসে ক্যারিয়ার গড়ায় আগ্রহী এবং দেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। প্ল্যানিং এক্সিকিউটিভ পদে আবেদন করার সুযোগ থাকছে ২০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত। এ ছাড়া কাস্টমার সার্ভিস অফিসার এবং ট্রেইনি মার্কেটিং অফিসার পদে আবেদন করা যাবে ২২ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-