নতুনদের জন্য বেঙ্গল গ্রুপে চাকরি, বেতন ১২ হাজার টাকা

নতুনদের মধ্যে যারা সেলসে ক্যারিয়ার গড়ার অপেক্ষায় তাদের জন্য সুযোগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ অব ইনডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘সেলস অফিসার (করপোরেট বা ইনস্টিটিউশন)’ পদে ১৫ জন পুরুষ প্রার্থীকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া প্রতিদিন ২৫০ টাকা করে টিএ বা ডিএ এবং সেলস কমিশন দেওয়া হবে।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে যশোর, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট জেলায়।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ ‘বেঙ্গল হাউজ, ৭৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২’ ঠিকানায় উপস্থিত থাকতে হবে। ১৫, ১৭ ও ১৯ এপ্রিল, ২০১৭ সকাল ১০টা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সূত্র : বিডিজবস ডটকম