প্রাণে আকর্ষণীয় চাকরি, সুযোগ থাকছে নতুনদেরও

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। ‘অ্যাসিস্টেন্ট টিএসএম’ পদে শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রাণিবিদ্যা বিষয়ে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীরা অভিজ্ঞতাসম্পন্ন হলে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি পাসেও আবেদন করার সুযোগ থাকছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ এবং মোটরবাইক চালনায় সক্ষম হতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘hrm32@prangroup.com’ ই-মেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম