মার্কেটিং ও সেলসে ক্যারিয়ার শুরু করুন আকিজ গ্রুপে

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। ‘অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং)’ পদে শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ, এমবিএস বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
প্রার্থীদের শারীরিক উচ্চতা হতে হবে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি। এ ছাড়া শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি অত্যন্ত সৎ ও কর্মঠ, আত্মপ্রত্যয়ী এবং নেতৃত্ব প্রদানে দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং সংশ্লিষ্ট সফটওয়্যার চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৫ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম