বিনা অভিজ্ঞতায় আবুল খায়ের টোবাকোয় চাকরি, বেতন ১৮ হাজার টাকা

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড। ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শারীরিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। পাশাপাশি সিগারেট বাজারজাতকরণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের স্মার্ট, চটপটে ও ভালো উপস্থাপন দক্ষতা থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স ২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগামী ২৬ ও ২৭ এপ্রিল, ২০১৭ তারিখে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ‘বাড়ি নম্বর ৭৫, রোড নম্বর ৯/এ, ধানমণ্ডি আবাসিক এলাকা, (স্টার কাবাবের পেছনে), ঢাকা-১২০৯’ ঠিকানায়। প্রার্থীদের শিক্ষাজীবনের সব মূল সনদসহ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :