বিভিন্ন আকর্ষণীয় পদে তরুণদের চাকরি দিচ্ছে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস। ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’, ‘টেরিটরি ম্যানেজার’ এবং ‘অনলাইন কন্টেন্ট ডিজাইনার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
প্রোডাক্ট এক্সিকিউটিভ
মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট এক্সেল চালনায় পারদর্শী হতে হবে।
টেরিটরি ম্যানেজার
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। মোটরসাইকেল চালনায় সক্ষম হতে হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
অনলাইন কন্টেন্ট ডিজাইনার
চারুকলা, গণমাধ্যম, ডিজাইনিং বা সমমানের বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিক সফটওয়্যার এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রফেশনাল ট্রেনিংসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :