কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ১০ দেশে নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শুধু পুরুষ প্রার্থীরা ‘সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার (এক্সপোর্ট)’ পদে ১০টি দেশে এই নিয়োগ পাবেন।
যোগ্যতা
যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা ও ই-মেইলে যোগাযোগ সম্পর্কে ধারণা থাকতে হবে।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাহরাইন, ব্রুনেই, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া জীবনবৃত্তান্ত ই-মেইলের (career.afbl@akij.net) মাধ্যমে পাঠিয়ে আবেদন করা যাবে। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ১০ মে, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম