নতুনদের জন্য আবুল খায়ের গ্রুপে ১৮ হাজার টাকার চাকরি

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড। ‘অ্যাসিস্টেন্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে নিয়োগ পাবেন প্রার্থীরা।
যোগ্যতা
স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিগারেট বাজারজাতকরণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সর্বনিম্ন শারীরিক উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি। পাশাপাশি উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বয়স
আগামী ২১ মে, ২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে সর্বসাকুল্যে ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগামী ১৫, ২০ ও ২১ মে, ২০১৭ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভাগের প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। এ ছাড়া বিজ্ঞাপনে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে।
বিস্তারিত দেখে নিন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-