চ্যানেল টোয়েন্টিফোরে আকর্ষণীয় চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টিফোর। ‘সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট (ইন্টারন্যাশনাল ডেস্ক)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে এবং ইমেইলের মাধ্যমে (admin24@channel24bd.tv) আবেদন করতে পারবেন। এ ছাড়া দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করার ঠিকানা ‘চ্যানেল টোয়েন্টিফোর, ৩৮৭ (সাউথ), তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’। আবেদন করা যাবে ১৮ মে, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম