উচ্চ মাধ্যমিক পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ‘সেলস অফিসার’ পদে বাংলাদেশের যেকোনো স্থানে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়া স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে দুই থেকে তিন বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্যও আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং কাজের প্রয়োজনে ব্যাপক ভ্রমণ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ প্রার্থীর নিজ হাতে লেখা আবেদনপত্র ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২’। আবেদন করা যাবে ৭ জুন, ২০১৭ পর্যন্ত।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ২৬ মে, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন।