আহছানিয়া মিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ১৫ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহছানিয়া মিশন (ডিএএম)। প্রতিষ্ঠানটি মার্কেট ফ্যাসিলিটেটর পদে চারজনকে নিয়োগ দেবে।
পদের নাম
মার্কেট ফ্যাসিলিটেটর
যোগ্যতা
ন্যূনতম স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে কমার্সে স্নাতক/কৃষিতে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর।
বেতন
১৫ হাজার টাকা
আবেদন প্রক্রিয়া
আবেদনপত্র ‘ডিরেক্টর, অ্যাডমিন অ্যান্ড এইচ আর ডিভিশন, ঢাকা আহছানিয়া মিশন, হাউস-১৯, রোড-১২ (নতুন), ধানমণ্ডি আর/এ, ঢাকা-১২০৯’ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ২৪ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম