ব্র্যাকে ক্যারিয়ার গড়ার সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটি লিড, সিফোরডি (হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রজেক্ট) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
লিড, সিফোরডি (হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোজেক্ট)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সামাজিক বিজ্ঞান/আচরণগত বিজ্ঞান/আর্টস/সমমান বিষয়ে মাস্টার্সসহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এই পদের জন্য যেকোনো বয়সের প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীদের কক্সবাজার নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে careers.brac.net অথবা resume@brac.net- এই ঠিকানায় তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ২ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম