অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে ক্যারিয়ার গড়ার সুযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/20/photo-1513766128.jpg)
ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
মেডিকেল অফিসার
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাসসহ বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৭০ হাজার টাকা। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে উখিয়া এবং টেকনাফ উপজেলায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক আঞ্চলিক কার্যালয় (তৃতীয় তলা), সিকদারপাড়া রোড, কক্সবাজার’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩০ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত।
সূত্র : জাগোজবস ডটকম