বেক্সিমকো ফার্মায় চাকরি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/01/07/photo-1515321401.jpg)
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই প্রতিষ্ঠানে মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫। অভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন। চাকরির বয়সসীমা ৩০ বছর। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত নিয়ে ‘হাউস নং ১৩ (নতুন), রোড নং-১০, ধানমণ্ডি আর/এ, ঢাকা-১২০৫’ এই ঠিকানায় মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
পরীক্ষার সময়সূচি
আগামী ৮ জানুয়ারি, ২০১৮ সকাল ৯.০০ ঘটিকা থেকে বেলা ১১.০০ ঘটিকা পর্যন্ত।
সূত্র : জাগোজবস ডটকম