স্নাতক পাসেই ব্র্যাকে ক্যারিয়ার গড়ুন

ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনজিওটি ইয়াং প্রফেশনাল প্রোগ্রামের জন্য কর্মী নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ পয়েন্ট অথবা প্রথম বিভাগ/শ্রেণি এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পয়েন্ট অথবা প্রথম বিভাগ/শ্রেণি। চাকরির বয়সসীমা ২৭ বছর। অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
৪১ হাজার টাকা। এ ছাড়া কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা careers.brac.net-এই ঠিকানায় অথবা বিডিজবস ডটকম অথবা resume@brac.net-এই ঠিকানায় জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ৬ এপ্রিল-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : ডেইলি স্টার (২৩.০৩.২০১৮)