নতুনদের নিয়োগ দিচ্ছে ইবনে সিনা ট্রাস্ট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/03/26/photo-1522054235.jpg)
ইবনে সিনা ট্রাস্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রেসিডেনশিয়াল মেডিকেল অফিসার পদে দুজনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
রেসিডেনসিশিল মেডিকেল অফিসার
যোগ্যতা
প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। তবে অস্ত্রোপচার, রেডিওলজি এবং ইমেজিংয়ে পিজিটি ডিগ্রধিারীরা অগ্রাধিকার পাবেন। ইউজিসির ওপর কোর্স সম্পন্নরা বিশেষ সুবিধা পাবেন। অনভিজ্ঞ প্রার্থীরাও পদটিতে আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। নির্বাচিত প্রার্থীদের রাঙামাটি নিয়োগ দেওয়া হবে।
বেতন
৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ‘সাধারণ সম্পাদক, ইবনে সিনা ট্রাস্ট, হাউজ# ৪৮, রোড# ৯/এ, ধানমণ্ডি, ঢাকা-১২০৯’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১ এপ্রিল-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : জাগোজবস ডটকম