বিমানবাহিনীতে ক্যারিয়ার গড়ুন

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীটি ফ্লাইট ক্যাডেট পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম
ফ্লাইট ক্যাডেট
যোগ্যতা
শিক্ষা (পদার্থবিদ্যা/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/অর্থনীতি)
প্রার্থীকে পদার্থবিদ্যা/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/অর্থনীতি বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। শিক্ষার সব ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০ হাজার টাকা।
লিগ্যাল
প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫/সমমান এবং আইন বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ স্নাতক ডিগ্রি (এলএলবি)/এলএলবি (অনার্স) ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০ হাজার টাকা।
অন্যান্য যোগ্যতা
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.joinbangladeshairforce.mil.bd-এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
লিখিত পরীক্ষার সময় ও স্থান
বাংলাদেশ বিমানবাহিনী, তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায় সব জেলার প্রার্থীদের নিম্নে উল্লেখিত তারিখে সকাল ৮.০০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে :
আগামী ১৬, ২৩ ও ৩০ এপ্রিল-২০১৮ এবং
আগামী ৭ ও ১৪ মে-২০১৮।
সূত্র : দৈনিক যুগান্তর (০৯/০৪/২০১৮)