একাধিক পদে সাউথইস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। তিনটি পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
পদের নাম
১। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমান ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
২। অ্যাসিস্ট্যান্ট অফিসার(লাইব্রেরি অফিস)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে মাস্টার্স পাস অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী-পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে।
৩। বুক সর্টার
যোগ্যতা
এইচএসসি বা সমমান ডিগ্রি। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সনদপত্র থাকতে হবে। অভিজ্ঞতা ও বয়সের সীমাবদ্ধতা নেই। নির্বাচিতদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী-পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। এ ছাড়া বিস্তারিত দেখুন https://seu.edu.bd/ ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের সময়সীমা
পদটিতে আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট-২০১৮ পর্যন্ত।
সূত্র : জাগোজবস ডটকম