নিয়োগ দেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পরিচালক তথ্য ও গণসংযোগ বিভাগ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৩.৫ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতায়/ ইংরেজি/ বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিতে ও সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন
উক্ত পদে বেতন দেওয়া হবে ৫৬ হাজার ৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সব শিক্ষাসনদের কাগজপত্রের অনুলিপিসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১০০০ টাকা ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫ বরাবর প্রেরণ করতে হবে। তবে আবেদনপত্রটি রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫ বরাবর পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৩ সেপ্টেম্বর-২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন