নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/11/18/photo-1542519803.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। বরিশাল, জামালপুর ও নওগাঁ শহরে আঞ্চলিক ব্রাঞ্চে এসব নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
কনসাল্টেন্ট ইনচার্জ ফর ব্রাঞ্চ হাসপাতাল
যোগ্যতা
যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে ডিও/এফসিপিএস/এমএস ইন অপথামপলজিতে এমবিবিএস পাস প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। পূর্ববর্তী যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকলে ভালো হয়।
পদের নাম
এসআর. মেডিকেল অফিসার(এসএমও)/মেডিকেল অফিসার
যোগ্যতা
যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে ডিও/এফসিপিএস/এমএস ফর এসএমও পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এফসিপিএস পার্ট-১ ফর ‘এমও’ পাস প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে একটু বাড়তি সুযোগ পাবেন। পূর্ববর্তী যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকলে ভালো হয়।
বেতন ভাতা
উক্ত পদগুলোর জন্য বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ লিখিত জীবনবৃত্তান্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র “হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, ফার্মগেট, ঢাকা-১২১৫” ঠিকানায় পাঠাতে পারেন। অথবা ই-মেইল করতে পারেন (recruitment@islamia.org.bd) ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর-২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সুত্র : বিডিজবস
বিস্তারিত বিজ্ঞপ্তিতে