চাকরির সুযোগ জেনারেল ফার্মাসিউটিক্যালসে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/22/photo-1545480805.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড(জিপিএল) । প্রতিষ্ঠানটি ‘অফিসার/সিনিয়র অফিসার(ইলেকট্রিক্যাল) ও অফিসার/সিনিয়র অফিসার(মেকানিক্যাল)’ পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
অফিসার/সিনিয়র অফিসার(ইলেকট্রিক্যাল) ও অফিসার/সিনিয়র অফিসার(মেকানিক্যাল)
যোগ্যতা
ইলেকট্রিক্যাল পদটির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস ও মেকানিক্যাল পদটির জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে অটোক্যাড(টুডি, থ্রিডি) মাইক্রোসফট অফিসে দক্ষতা প্রয়োজন আছে। প্রার্থীর আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের সদ্য তোলা তিনকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া প্রার্থীরা চাইলে বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস
বিস্তারিত বিজ্ঞপ্তিতে