নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেতন ৫৩ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি চারটি পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
প্রশাসনিক অফিসার, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা
চারটি পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তরসহ ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ ২.৫-এর কম থাকা যাবে না। কর্মক্ষেত্রে কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।
বেতন ভাতা
প্রশাসনিক অফিসারের বেতন ২২০০০-৫৩০০০ টাকা
উচ্চমান সহকারীর বেতন ১১০০০-২৬৫৯০ টাকা এবং
নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরের বেতন ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম ডাউনলোড ও পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ২৪ ডিসেম্বর, ২০১৮।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে